Header Ads

Header ADS

শায়েখ আয়মান আল -জাওয়াহিরি (হাফিঃ)তিনি কি সত্যি শহিদ হয়ে গেছেন।


 প্রথম বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্র নামক এই জারজরাষ্ট্রটি বহুবার মিথ্যা সংবাদ প্রচার করেছে। 

দ্বিতীয় বিষয় হল, ২০২২ সালের ৮ নভেম্বর রোজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে । এতে প্রতিনিধি পরিষদের সমস্ত ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি প্রতিদ্বন্দ্বিতা করবে ৷ নির্বাচনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর ও ডাকাত জো বাইডেন জয়ী হওয়ার জন্য এই সংবাদ প্রচার করছে হাতিয়ার হিসেবে । তারা নিজেরাই নিজেদের জনগণকে গোমরা করছে, ধোঁকা দিচ্ছে, মৃত্যুর দিকে টেলে দিচ্ছে ! কথায় আছে না, চোরের মার বড় গলা !?


তৃতীয় বিষয় হল, আমি সময় ও যমুনা টেলিভিশনের নিউজ দেখেছি, সেখানে তাদেরকে দাবি করতে দেখা গেছে যে, তালেবান এর তীব্র নিন্দা করেছে অথচ তালেবানের কোন প্রতিক্রিয়া তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করেনি, যেখানে জো বাইডেনের কথাগুলো প্রমাণ হিসেবে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে ।


চতুর্থ বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্র নামক এই জারজরাষ্ট্রটি ড্রোন হামলা করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে । যা তালেবান ও যুক্তরাষ্ট্রের মাঝে সম্পাধিত চুক্তির খেলাফ । এতে করে তো চুক্তি ভেঙ্গে যাবে । যদি এমনটাই হয়, তবে তো নতুন এক অধ্যায়ের সূচনা হবে ।


পঞ্চম বিষয় হল, আল-কায়দা প্রধান আফগানিস্তানে অবস্থান করছেন, এই কথাটাই তো মেনে নেওয়া যায় না । তাও আবার রাজধানী কাবুলে ! এমনকি বারান্দায় !! আমি ব্যক্তিগত ভাবে ধারণা করি, আল-কায়দা প্রধান আফগানিস্তানেই নেই । তিনি অন্য কোন দেশে অবস্থান করছেন ।


সংবাদটি মিথ্যা হওয়ার পক্ষে আমি কিছু সম্ভাবনা মূলক পয়েন্ট তুলে ধরলাম । আল্লাহ তা'আলাই সবচে' ভালো জানেন । দোয়া করি, খবরটি যেন মিথ্যা হয় এবং আল্লাহ যেন আমাদের উপর তাঁর নেক ছায়াকে দীর্ঘায়িত করেন । আরে মুমিনের বেঁচে থাকাও লাভ, ইন্তেকাল করাও লাভ । বাদ বাকী আমরা যারা বেঁচে আমি তাদের হৃদয় উত্তমতার বিরহে ব্যথিত হয়। 

No comments

Powered by Blogger.